আওয়ামী লীগের বিলবোর্ড রাজনীতি এবং সুরঞ্জিত বাবুর অতিকথন
লিখেছেন লিখেছেন আবরণ ১৩ আগস্ট, ২০১৩, ০৪:৪৪:৩২ বিকাল
কথায় বলে-"সেই তো নথ খসালি তবে কেন লোক হাসালি"। ৩রা আগষ্ট ঢাকা শহরের লোকেরা ঘুম থেকে উঠেই অবাক বিস্ময়ে দেখলো পুরো বাংলাদেশ আওয়ামী সরকার উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। ঢাকা শহরের সমস্ত বিলবোর্ডগুলো রাতারাতি অবৈধভাবে দখল করে তাদের উন্নয়নের বার্তা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মত অতি জরুরী কাজটি স্বার্থকভাবেই সেরে ফেলেছে। পত্রিকান্তরে প্রকাশ প্রায় ১০০ কোটী টাকা খরচ করে এই কর্মটি আওয়ামী সরকার তাদের আমলের সাফল্য গাঁথা প্রচার করার জন্য এই কর্মটি করেছে। এখন প্রশ্ন হলো এই ১০০ কোটি টাকা কার টাকা এবং এতে কে বা কারা উপকৃত হবে। ১০০ কোটী আওয়ামী সরকারের কাছে হয়ত অনেক বড় অংকের টাকা না হলেও বাংলাদেশের মত একটি দরিদ্র দেশের জন্য নেহায়েত কম টাকা নয়। শুধু মাত্র উন্নয়নের ফিরিস্তি প্রচার করে দলগত ভাবে লাভবান হওয়ার জন্যই এত বড় অংকের টাকা খরচ করা কতটুকুন যুক্তিযুক্ত তা' অবশ্যই প্রশ্নের দাবী রাখে। দেশের জন্য, জনগনের জন্য সরকার যদি কোন উন্নয়নের কাজ করে থাকে তা' জনগনের অজানা থাকার কথা নয়। ঢাকঢোল পিটিয়ে জনগনের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা খরচ করে তা' বলে বেড়ানোর প্রয়োজন নেই। আসলে বিষয়টি পুরোটাই একটা ভেল্কি। আওয়ামী সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই এ কাজটি করেছে। এ কাজটা করার দায় দায়িত্ব দলীয় ভাবে আওয়ামী লীগ স্বীকার করে নাই। তবে সরকারের একজন অত্যান্ত প্রভাবশালী মন্ত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্ত (দপ্তর বিহীন কথাটা বলতে ভাল লাগলো না) অত্যান্ত দম্ভভরে বলেছিলেন-'শুধু ঢাকা শহর নয়, এই বিলবোর্ড জেলায় জেলায়, উপজেলায় এমনকি ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যাবে।' কিন্তু হায় বিধিবাম। এত দম্ভ, এত কথা কোথায় গেল। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানেই উন্নয়নের জোয়ার থেমে গেল। জোয়ারের পানি যেমন রাতারাতি আসে আবার রাতারাতি চলে যায়, ঠিক তেমনি আওয়ামী জোয়ার রাতের অন্ধকারে এসে রাতের অন্ধকারেই চলে গেল। মাঝখান থেকে জনগনের এতগুলো টাকা হাপিস হয়ে গেল। বিলবোর্ডগুলো দখল করে দলীয় স্বার্থ হাসিল করার অপচেষ্টা করার কারণে শুরু থেকেই সমালোচনার ঝড় বইছিলো। দাম্ভিক আওয়ামী মন্ত্রীরা এই কাজটি জায়েজ করার স্বপক্ষে অনেক যুক্তিতর্ক দেখিয়েছেন, দম্ভভরে অনেক কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা কুই কুই করে রাতের অন্ধকারেই বিলবোর্ডগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কথায় বলে- "সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি"।
বিষয়: বিবিধ
১৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন