আজ হেফাজতে ইসলামের সারা দেশে উপজেলা ঘেরাও

লিখেছেন লিখেছেন জেমস বন্ড ০০৭ ২৫ মার্চ, ২০১৩, ০৩:১৪:০০ দুপুর

হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় দেশের প্রতিটি উপজেলা সদর ঘেরাও এবং ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনের কর্মী, সমর্থক ও সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ্ আহ্মদ শফী। গতকাল বিকেলে কর্মসূচি বাস্তবায়ন কমিটির এক বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহ্মদ শফী এ আহ্বান জানিয়ে বলেন, হেফাজতে ইসলামের কোনো একটি দাবি রাজনৈতিক বলে কেউ দেখাতে পারবেন না। বাংলাদেশের মুসলমানদের ঈমান-আকিদা ও ইসলামের মর্যাদা রক্ষার তাগিদেই হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ প্রতিবাদী কর্মসূচি দিয়ে আসছে। অথচ ইসলামবিরোধী চক্র তাদের স্বার্থসিদ্ধির জন্য নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। আল্লাহ্ ও আল্লাহ্র রাসূলের দুশমনরা তাদের অপতৎপরতাকে ঢাকতে যত মিথ্যাচার ও অপপ্রচারই করুক, দেশের তৌহিদি জনতা এতে মোটেও বিভ্রান্ত হবে না। সাধারণ মানুষ এটা সহজেই বুঝতে পারছেন, যেখানে নাস্তিকরা মহান আল্লাহ ও প্রিয় নবীর বিরুদ্ধে মারাত্মক অপপ্রচারে লিপ্ত, সেখানে তারা প্রতিবাদী ওলামা-মাশায়েখ ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়া স্বাভাবিক।

তিনি বলেন, আমরা দীর্ঘ দিন ধরেই বারবার সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছি যে, ইসলামবিদ্বেষী ব্লগ-পোস্টগুলো বন্ধ করে দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনুন। ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন পাস করুন, যাতে ভবিষ্যতে কেউ ধর্ম অবমাননার দুঃসাহস দেখিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সরকারি পাঠ্যপুস্তকে ব্যাপক হারে ধর্ম অবমাননা ও নৈতিকতাবিরোধী বিষয় ধরা পড়ছে। অথচ সরকার এ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে নেয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চরম ঘৃণা ও বিদ্বেষ প্রচারে তৎপররত ‘ধর্মকারী’ ‘নূরানী চাপা’ ও ‘আমার ব্লগ’ ইন্টারনেট এখনো পর্যন্ত সচল রয়েছে। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আল্লামা শফী বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার ও শৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ম অবমাননার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইন পাস করুন। ইতোমধ্যে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন ব্লগে মহান আল্লাহ, রাসূল সা:, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যেসব অবমাননাকর জঘন্য কটূক্তির প্রচারণা অব্যাহত রয়েছে, সেসব বন্ধ করে বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িত ব্লগ, ব্লগার ও পোস্টদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন। পাঠ্যবইয়ের সব ধর্ম অবমাননাকর মন্তব্য ও উদ্ধৃতির জন্য ক্ষমা প্রার্থনা করে অবিলম্বে সংশোধনী প্রকাশ করুন। সব অনাচার, ব্যভিচার ও অশ্লীলতা এবং ধর্মীয় নিদর্শনের অবমাননা রোধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিন। সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের মূলনীতিকে বহাল রেখে শিক্ষার সব স্তরে ধর্ম ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করুন। আমরা জোর দিয়ে বলতে পারি যে, আমাদের সব দাবিই দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এবং সব নাগরিকই এতে একমত পোষণ করবেন বলে আশাবাদী। আল্লামা শফী বলেন, আমরা বারবারই বলে আসছি, আমরা ক্ষমতার অংশ হতে চাই না। জনসাধারণের ঈমান-আকিদা ও দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার তাগিদেই আমাদের প্রতিবাদ কর্মসূচি।

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File