" ফেঊ "

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৫ জুন, ২০১৭, ০৪:৩৫:৩৩ রাত



বলবে তারে কেউ !

রক্তমূল্যে জমানো টাকার,

পিছু নিয়েছে ফেঊ ।

হিসেব দেখে যা আছে মোর,

এক মুঠে সব দেঊ ।।

-

আম জনতার মেঁউ !

দিন দুপুরে চোর ঢুকেছে,

লাঠিবাঁশী নেই কেউ ।

ব্যাংক ডাকাত ট্যাংক ডাকাত,

গ্যাং ডাকাতের ঘেঁউ ।।

-

হে জামানার ঢেউ !

ডিজিটালের মরণ ছোবল,

আবার এনালগে নেউ ।

শুভংকরবাজী অনেক হলো

মাটির ব্যাংক ফেরাউ ।।

-

মোশাররফ.

০৩/০৬/১৭

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383258
০৫ জুন ২০১৭ রাত ০৯:০২
মনসুর আহামেদ লিখেছেন :
ভালো লাগলো , অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File