" অসম্পন্ন "

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৮ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৫:৩৭ দুপুর



যদি আকাশের মত হও,

অনেক বড় l

দেখা পাবে তাতে মেঘ,

বৃস্টি ঝড়ও ll

-

যদি বাতাসের মত হও,

দমকা হাওয়া l

তবু ধ্বংস বিনাশ শেষে,

থমকে যাওয়া ll

-

যদি চন্দ্র তারার মত ,

হও আলোময় l

তাতেও ধরবে কালো,

আমাবস্যায় ll

-

মোশাররাফ,

১৬/১২/১৬

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File