জুলুম শিকল
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৯ মার্চ, ২০১৩, ১১:৩৩:১৬ সকাল
আকাশে কালোমেঘ / ঘোরে চতুর্কোনে
বাতাসে দমকা হাওয়া / ঝড়ো সমীরনে
রক্ত নদীতে প্লাবন / জমিনে তর্জন
রাজপথে নিথর দেহ / বন্ধুকে নিত্য গর্জন। ।
কাক শকুনের সাহবাগে / স্বদেশ
চোর চাটুকারের হুংকারে / বিদ্ব্যেষ
জোট মহাজোটে বিভেদ / বিসংবাদ
জাতী বিভক্ত নিঃশেষ / নিন্দাবাদ । ।
স্বার্থান্বেসী মহল / ক্ষমতার চক্রান্তে
দেশ বিক্রীর চুক্তি / সমতার আবর্তে
নীরব নির্বাক বিশ্ব / ফ্যাসিবাদে জনগন
দেশের সম্পদ লোপাটে / ভীনদেশী মহাজন । ।
একুশ শতকের তরুন প্রজন্ম / হে যুবক
দিকভ্রান্ত জাতী জনদুর্ভোগে / দিকবিদিক
বজ্রের হুংকারে দোপাট কর / জুলুম শিকল
শিংহের আক্রোসে আঘাত হানো / করো কামান বিকল । ।
১৬.০২.১৩
মোশাররাফ
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন