বাংলাচরিত
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ নভেম্বর, ২০১৬, ০৭:১৩:৫১ সন্ধ্যা
একে একে একাকীত্ব,
দুয়ে দুয়ে দল l
তিনে তিনে দলাদলি,
চারে কোলাহল ll
-
পাঁচে পাঁচে প্যাঁচাপ্যেঁচি,
ছয়ে ছয়ে ছল l
সাতে সাতে লাঠালাঠি,
আটে বাহু বল ll
-
নয়ে নয়ে লড়ালড়ি,
দশে মিলে বাঁশ l
এগারোতে তেড়েমেরে,
বারো মাসে লাশ ll
-
তেরো তেরোয় ধরঘেরো,
চৌদ্দোয় গুষ্টিসুদ্দো l
পোঁনেরোতে মহামারি,
ষোলো আনায় যুদ্ধ ll
-
১১.১১.১৬
মোশাররাফ.
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন