তোরা সব জয়োধ্বনী কর,

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৬ অক্টোবর, ২০১৬, ০৫:০১:৩২ বিকাল

ওরে, তোরা সব জয়োধ্বনী কর,

চাপাতি কিন্তু, উন্নতির হাতিয়ার !

-

-

-

-

যতটুকু ধারনা করা হয়, মানব সৃস্টির ঊশালগ্নে হাবিল কে, প্রকাশ্য দিবালকে কুপিয়ে নির্মমভাবে হত্যার মাধ্যমে চাপাতি উদ্বোধন করেছি বদরুল l এ জন্য কাবিল কে "চাপাতি পিতা" বল্লেও অতুক্তি হবে না l

-

সে থেকে দুটি ধারা, পৃথিবীর প্রান্তে প্রান্তে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে l তবে, চাপাতি প্রজাতির বদরুলরা, মানবতার নাকের ডগায় চাপাতি ঝুলিয়ে রেখেই, পৃথিবী শাসন-শোষন করে যাবে কিয়ামত অবধী l

-

বাংলাদেশ অভ্যুদ্যয়ের কিঞ্চিৎ পূর্বক্ষন l ১৯৬৯ এর ১৫ আগষ্ট l ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে, মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক (রহHappy কে, প্রকাশ্যে চাপাতির উপর্যুপুরী আঘাতে হত্যা করে, লাল সবুজের এ ভূমিতে চাপাতির ব্যাবহারের উদ্বোধন করেছিলো, যে- সমস্ত বদরুলরা l তারা সবাই চাপাতির জোয়ারে পৌঁছে গেছে দুনিয়াবী ও ক্ষনস্থায়ী উন্নতির চরম শিখরে l আজ সংসদ অধিবেশনের ভিডিও ক্লিপ দেখলে, এম পি মন্ত্রী দেখা যায় না l যাদেখা যায় ? তা শুধুই মুখোষাবৃত্ত বদরুলদের প্রতিকৃতি আর চাপাতির ফেরিওয়ালা l -

স্বাধীনতার বছর ৭১ l হাজার হাজার নিরিহ বাংলাদেশীকে, চাপাতির অপব্যাবহার ও ব্যাক্তি আক্রসে সর্বোস্ব লুটে নিয়ে পরপারে পাঠিয়েছে যারা ? পাহার সম সম্পদের মালিক বনে ছিলো যারা ? তাদের অনেকে পেয়েছে বীরত্বপুর্ণ পদক l

-

স্বাধীনতা উত্তর ভঙ্গুর বাংলাদেশের প্রথম সংসদে, একজন স্পীকার কে, ভরা সংসদে প্রকাশ্য চাপাতির ব্যাবহারে দুনিয়া ছাড়া করেছিলো যে বদরুল ? তিনিই আজকের বাংলার একটি ধর্মের আদর্শের পিতা l এ চোখ ধাধানো উন্নতির একমাত্র রুপকার ? ওই আঠারো ইঞ্চি বা ততধীক সাইজের 'চাপা+তির' জোর l

-

১৯৯৬ থেকে ২০০১ শাসন আমল l ক্ষমতা চিরস্থায়ী করার জন্য চাপাতির উপর নির্ভর করা হয়েছিল পুরাপুরী l যার কারনে সরকার ও দলীয় ত্ত্বাবধানে, নারায়নগঞ্জ, ঢাকা, ফেনী, বরিশালের, মত জেলায় জেলায় একজন করে (আইকনিক) 'বদরুলের' জন্ম দেয়া হয়েছিল l যাদের চাপাতি চালনার গতিবেগ ছিলো, ঘন্টায় ছাপ্পান্ন্য হাজার বর্গমাইল l

-

২০০৯ থেকে আজকের বাংলাদেশ l বদরুলদের আন্তর্জাতিক মানের চাপাতির ইভেন্ট যদি, আমার মত ডিজিটাল প্রজন্ম ও ফেসবুক প্রজাতি, "সোনার বাংলার রুপালী পর্দায়" মহাসমারহে এক ঝাঁক গাঁঞ্জাখানা বদরুলদের ঝুমুর ঝুমুর "চাপাতি নাচ" না দেখত l তাহলে- ৭১, ৭২, ৭৪, ৭৫, ৯৬-২০০১ ও ২০০৯-২০১৬ নামক সালগুলো, সঠিক মুল্যায়ন, চেতনা অনুধাবন ও বদরুলদের ধারণ করতে পুরাপুরি ব্যার্থ হত বলেই আমার দৃঢ় বিশ্বাষ l

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378376
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
মনসুর আহামেদ লিখেছেন :

Excellent

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File