Filling...মাদরাসার ছাত্র
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১৩:৫১ রাত
১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষার্থী ছিলাম l হটাৎ করে রা,বি: প্রসাশন 'বাংলা বিভাগ সহ আরো কয়েকটিতে, মাদ্রাসাছাত্র ভর্তিতে নিষেধাজ্ঞা আরপ করে l কারণ ..কি....?
-
বিশ্ববিদ্যালয়ে পড়ে 'আধাহিন্দু আর আধানাস্তিক,
না হলে নাকি সুশীলদের জাত কুল থাকে না l
কিন্তু মাদ্রাসার ছাত্রদেরতো সেটা বানানো যায় না..l
-
সে থেকে শুরু ...
পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদের নিয়ম নীতির গ্যাড়াকলে, বাধার প্রাচীর রচনা করে l এক এক করে প্রায় ডজন খানেক ডিপার্টমেন্টে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সময়ে প্রবেশাধিকার হরণ করে l কিন্ত আটকানো যায় নি l ঠিকি তারা মাঞ্জিলে পৌছে যায় l প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আসন স্থায়ী দখলে নেয়... l
-
তখন তথাকথিত সুশীলদের জন্য শুধু করুনা হয়...
আর একজন মাদ্রাসা ছাত্র হিসেবে নিজের মাথাটা প্রভূর চরনে শ্রোদ্ধায় নুয়ে পড়ে.. !!
আলহামদুলিল্লাহ. ..
-
পাদটিকা.......................
জিবনের প্রথম ও শেষ নিজে বাদী হয়ে রা,বি: প্রসাশনের বিরুদ্ধে একটি মামলা করেছিলাম..!
" মাদ্রাসা ছাত্রদের বাংলা বিভাগে ভর্তির নিষেধাজ্ঞা কেনো অবৈধ হবে না, মর্মে "..
আদালত অবশ্য মামলায় রায় আমার পক্ষে দিয়েছিল..l ফলে, ২০০০ সাল থেকে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলো প্রশাসন l
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মত লোকদের জন্য মাদ্রাসা ছাত্ররা গর্ব করতে পারে।
মজার বিষয় হচ্ছে মেডিকেল,ইঞ্জিনিয়ারিং বা সাইন্স ফ্যাকাল্টিতে সমস্যা নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়াশুনা হয় ?
মন্তব্য করতে লগইন করুন