"শিক্ষক মাত্রই পিতৃতুল্য, তবে, আজিজ দাদখাঁন স্যার ছিলেন পিতার মত"
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৫ আগস্ট, ২০১৬, ০২:৫৫:১৮ দুপুর
শিক্ষকগণকে বলা হয় নবীদের ওয়ারিশ l সমাজের মুল চালিকা শক্তি l সকল নবী আম্বিয়ায়ে কেরাম দের আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, শিক্ষক হিসেবে l সে জন্য তাদের মর্যাদা যেমন আকাশসম l তেমন তাদের উদারতা, হৃদ্যতাও পাহাড়সম l কোনো কোনো শিক্ষকের স্নেহ, মমতা, ভালোবাসা, দায়িত্ববোধ ক্ষেত্র বিশেষে, পিতার ভালোবাসাকেও ছাড়িয়ে যায় l যদিও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এর স্যারদের সাথে মহাবিদ্যালয়, বিশ্যবিদ্যালয়ের স্যারদের তুলনা চলে না l
-
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কিছু কিছু স্যার আমার হৃদয়ে এমন ভাবে স্থায়ি আসন দখল করে আছেন যে, সম্মানের সে উচ্চতায় আর কাউকে কল্পনা করা অনেকটা অসম্ভব l কিশোর বেলার সেই দুরন্ত দিন গুলো হতে অদুর ভবিশ্যতে সে কয়েকজন শিক্ষক আমার অনুপ্রেরনার উতস হয়ে পথ দেখাবে l সাহস যোগাবে সামনে চলার l বাস্তবতার দুর্গম প্রান্তরে আলোর মশাল নিয়ে সামনে দাঁড়াবে l হতাশার সাগর থেকে প্রাপ্তির ভেলায় আমাকে উদ্ধার করবে l ধৈর্য্য আর প্রজ্ঞা দিয়ে উজ্জিবিত করবে নতুন প্রত্যয়ে l তাদের মধ্যে খুব প্রিয় একজন স্যারকে বেশ কিছুদিন আগেই হারিয়েছি l যিনি 'বাংলা স্যার' নামে খ্যাত ছিলেন l শ্রদ্ধাভাজন জিল্ল্যার রহমান স্যারকে আল্লাহ জান্নাতের সম্মানিত স্থানে প্রতিষ্ঠত করুন l যার স্মৃতিময় অতীত আমাকে আজো কর্মে তেজদীপ্ত করে l
-
আমার আরেক জন বটবৃক্ষ l সাহসের মিনার l উদ্দিপনার কেন্দ্রবিন্দু l ভালবাসা, স্নেহ, মমতার প্রবাহমান সাগর l গল্প, আড্ডা আর জিবন ঘনিষ্ট নানা দিক ও বিষয়ের মহাপরামর্শক l আমার অতি প্রিয়ভাজন l মুক্তিযোদ্ধা এম.এ আজিজ দাদখাঁন স্যার প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে l ইন্না-লিল্লাহি অ-ইন্না-ইলাইহি রজিউন l তার পরিবার সহ আমার মত অসংখ্য ছাত্র, গুনগ্রাহিকে করে গেলেন শোকগ্রস্থ ও অভিভাবক শুন্য l
-
গতকাল বড়ভাই ফোনে সংবাদটি দিলেন l মর্মাহত হৃদয়টা সাময়িক স্তুব্ধ হয়ে গেলো l বন্ধ চোখে স্মৃতীর পাতায় ভেসে উঠলো হাজারো স্মৃতি l বিশেষ করে ২০১২ সালে স্যারকে শেষবার দেখার মুহুর্ত l স্যারের হাতে যখন ছোট্ট একটি উপহার তুলে দিলাম l স্যার খুব খুশি হয়ে তার দুয়া, আর দরদ ভরা হাতটি আমার মাথায় রেখে বল্লেন- l তুমিতো আবার চলে যাচ্ছ l আমার সাথে যদি আর দেখা না হয় l তোমার দেয়া উপহার সযত্নে রেখে যাব l এসে এসে দেখে যেও l তাতেই তোমার স্যারের সন্তোষ্টি খুজে পাবে l আমার দুর্ভাগ্য স্যারকে আর দেখা হলো না l হে আল্লাহ আমার স্যার কে জান্নাতে উত্তম মর্যাদা দিও l আজিজ দাদখাঁন স্যার আমাদের শুধু পিতৃতুল্যই ছিলেন না l ছিলেন এক জন পিতার মতই l
-
সেই সাথে আমার আরো দুজন স্যারকে আজ খুব মনে পড়ছে l রোগ, শোক, শারীর, বয়োস দিন দিন ভারি হচ্ছে l খুব দুর্বলতা নিয়ে দিন পার করছেন l তাদের একজন তৈমুর রহমান স্যার l আর অন্যজন মাওলানা মুসলীম উদ্দিন হুজুর l গতবার কিছুটা সুস্থই দেখে এসে ছিলাম l আল্লাহ যেনো তাদেরকে সুস্থতা দান করে, হায়াত আরো বাড়িয়ে দেন l আমীন l
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন