জাহিলিয়াত একই আছে 'আইয়াম' টা 'আওয়ামী'তে ঢুকে পড়েছে !!
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৬ মে, ২০১৬, ০৩:৫৭:১৩ রাত
আইয়ামে জাহিলিয়ার মক্কার কাফেরদের
যখন প্রশ্ন করা হতো… ?
আব্দুল্লাহ্ পূত্র মুহাম্মদ কেমন মানুষ ?
তারা সমশ্বরে বলতো..
গোটা আরবের শ্রেষ্ঠ মানুষ l
সোনার মানুষ ।
সত্যবাদিতায় তার তুলনা তিনিই ।
পরোক্ষনেই যখন বলা হতো…
আল্লাহর নবী ও রাসূল,
মুহাম্মাদ (স কেমন মানুষ ...?
-
ঊত্তরে সেই তারাই বলতো..
সেতো যাদুকর l
পাগল l
উন্মাদ l
কবি l
রাষ্ট্রদ্রহী l
ধর্মত্যাগী l
সমাজে বিরোধ সৃস্টিকারী l
পরিবারে ফাসাদ আনয়ন কারী l ইত্যাদি ।
-
আওয়ামী জাহিলিয়ার বাংলাদেশে
এক শ্রেনীর মানুষকে যখন প্রশ্ন করা হয়,
নিজামী মুজাহিদরা ব্যাক্তি হিসেবে কেমন ?
তারা বলে-
এ যুগের শ্রেষ্ঠ স্কলার l
ইসলামি চিন্তাবিদ l
সত, সচ্ছ l
দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালক l
সুবক্তা ও সুলেখক l
সুসাহিত্যিক l
নম্র ও ভদ্র l
অমায়িক একজন পবিত্র মানুষ l
-
আবার যখন বলা হয়...
জামায়াতে ইসলামীর নেতা হিসেবে নিজামী, মুজাহিদরা কেমন মানুষ ?
ঊত্তরে তারা বলে…
ওহ ওরাতো জামাতী, রাজাকার l
ধর্ষক l
লুটতরাজ কারী l
খুনি l
রাষ্ট্রদ্রহী l
ধর্মের অপব্যাখ্যাকারী l
হেনো খারাপ বিশেষন নাই-
যে, তাদের নামে যোগ হয় না ।
-
-কিন্ত মজার ব্যাপার হলো…
আজকের প্রজন্ম সেই শ্রেনীর কর্মকান্ডে
তাদের পূর্বসূরীদের স্পস্টই চিনতে পারছে ।
আর ..
আমাদের নেতাদের প্রতি আস্থা,
আনুগত্য ও মনোবল হাজারগুন বৃদ্ধি পাচ্ছে ।
আলহামদুলিল্লাহ ।
-
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন