স্বপ্ন-জ্যাম
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৯ অক্টোবর, ২০১৫, ০২:২৬:১১ রাত
ভাবনারা সব ভাবের ঘরে,
সৃষ্টি হয়ে ঝরছে না ।
স্বপ্নেরা আজ বন্দিখানায়,
খোয়াব জ্যামে নড়ছে না । ।
-
ভাব আকাশের সূর্য-কিরণ,
বাধার চিরে ছুটছে না ।
স্বপ্নেরা তাই রৌদ্রহীনে,
আলোর ধারায় ফুটছে না l l
-
প্রকৃতিতে ফাল্গুন এলেই,
স্বপ্নগাড়ি গড়বে আবার ।
জ্যামমুক্ত ভাবনারা ফের,
নতুন প্রাণে লড়বে আবার l l
-
মোশাররফ.
০৯.১০.১৫
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তেমন নিয়ম জানি না। ভুল হলে ক্ষমা করবেন।
ও আচ্ছা। আমি যেভাবে পড়তে পছন্দ করছি সেটা বলে দেই।
প্রকৃতিতে ফাল্গুন এলেই,
স্বপ্নগাড়ি গড়বে ফের
জ্যামমুক্ত ভাবনাগূলো
নতুন প্রাণে লড়বে ঢের।
আবারও ক্ষমা চাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন