একটি ফেসবুক কথপোকথন
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:২৮:০৩ রাত
- হ্যালো ... ভাই...
- হুম বলো ভাইয়া...
- একটা কিছু বলেন ...আর পারছি না !
- ১৪শো বছর আগে সাহাবীরা সেইম এ কথাটিই বলেছিলো ।
...আর পারছি না "মা'তা নাছরুল্লাহ" ...
-তাহলে এভাবেই একটার পর একটা ফুল গুলো তুলে নিয়ে যাবে ?
……আর আমরা বসে বসে দেখবো ?
- ফুল গুলো কোথায় যাচ্ছে ? কার মেহমান হয়ে ? বলতে পার..
- নিঃসন্দেহে জান্নাতে । আল্লাহর মেহমান হয়ে ।
- এ ব্যাপারে তোমার কি কোনো সন্দেহ আছে ভাইয়া?
- নাহ ...নাই ।
- তাহলে তো তোমার খুশি হওয়া উচিত । এ পথ বিনে আল্লাহর মেহমান হওয়ার সহজ কি কোনো পথ আছে ?
- নাহ …….নাই
- একজন মালি বা একটি বাগানের সফলতম সময় তো সেটি, ..যখন সে বাগানের বাছায়কৃত ভালো ফুল দিয়ে জান্নাতের ফুলদানী গুলো সাজানো হয় ?
- শহীদ ভাই গুলোর মুখগুলো সামনে আসলে খুব কষ্ট হয় । ঘুমাতে পারি না ভাইয়া ।
- হুম সেটা বুঝি । সে কষ্টবুকে নিয়ে পরেরদিন ময়দানে যখন যাও । কদম কিন্ত দ্বিগুন শক্ত হয় । শাহাদাতের তৃষ্ণাও বৃ্দ্ধি পায় । তখনইতো আল্লাহ ও বান্দার মাঝে আর কোনো দুরত্ত থাকে না । এ অবস্থায় যখন কাওকে গুলি করে,বা গ্রেফতার করে নির্যাতন করে, তখন তাদের কষ্ট হতে পারে না ।
- হুম ঠিকি বলেছেন...ভাই ...ভাই ..চুপ হয়ে গেলেন যে ...?
-নারে ভাই । বড় আফসোস ! নিজেকে বড় কপালপোড়া, দুর্ভাগা মনে হয় ।
কেনো ..ভাই..................
-জান্নাত প্রাপ্তির যখন ভরা মওসুম । রাস্তা ঘাটে জান্নাতের টিকেট নিয়ে উর্দীপরিহীত ফেরিওয়ালারা যখন ঘুরে বেড়াচ্ছে । তখন আমি সে ময়দান থেকে অনেক….অনেক দুরে….. ।
হৃদয় ক্ষরনে যখন মনে হচ্ছে বার বার । হায় আমি কি হারচ্ছি প্রতি নিয়ত । তখন ঐ উর্দীপড়া জানোয়ার গুলো টেরও পাচ্ছে না, তারা কি ফেরি করছে । ওরা যদি জানতো ! কিন্ত নাহ ... ওদের অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়ে রেখেছেন ।
…. - হ্যালো .. - হ্যালো ..
….No Answer…. .
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাললাহ....
অনেক ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন