নীরবতা

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০১ ডিসেম্বর, ২০১৪, ০২:৩১:৩২ রাত

নীরবতার অর্থ আছে,

মানে ক'জন বলো ?

হৃদয়-ক্ষতে তপ্ত-দহন,

ঝরে অশ্রু জল'ও । ।

নীরবতার অর্থ'তো নয়,

শুধুই অভিমান ?

মন-গহীনের কষ্ট-নিস্বন

নেইতো অভিধান । ।

নীরবতার মানে'তো এক,

নির্বাক পরাজয় ?

আশাহত দুর্বিপাকের,

প্রান্ত প্রতীক্ষায় । ।

মোশাররফ.

৩০১.১১৪

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290230
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File