কষ্টের সজ্ঞা শেখো

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২১ নভেম্বর, ২০১৪, ০৪:২০:৪৭ রাত

যারা কষ্টের হিমালয় না দেখেই,

বালুর স্তুপকে ভাবে সুউচ্চ পাহাড় অরণ্য, ।

কষ্ঠের ধারাপাত না পড়েই,

খুনসুটিকে কষ্টের নামতা ভেবে মুখস্ত করে ।

কষ্ট-কাব্যের গভীরতা না বুঝেই

রাগ-ক্ষোভ অভিমানে বিনিদ্র কবিতা লেখে ।

কষ্ঠ-বন্যায় ভেলা না ভাসিয়েই,

কাগুজে নৌকা ভাসায় অগভির আঁখি জলে ।

আমি তাদের সমীপে লিখি, থাক বাপু...

আগে সজ্ঞা শেখো কষ্ট কাকে কয়,

নইলে সামনে যা আসবে তেড়ে !

অসীম কষ্ঠভেবে তাকেই নেবে অঙ্গে জড়িয়ে ।

মোশাররফ.

২১/১১/১৪

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286414
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
বিবেকবান লিখেছেন : nice poem ........ ভালো লাগলো
291456
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
জোনাকি লিখেছেন : WOW!Very thoughtful and beautiful.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File