বরফগলা ভূমি

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ জানুয়ারি, ২০১৫, ০৩:৫৬:২৬ রাত

হে তুষার সিক্ত শুভ্র আকাশ !

খুব ইচ্ছে ছিলো আমার হিয়ায়,

দেখবো তোমার দেশে গিয়াই,

কেমনে তুমি মুষল ধারে-

ঝরে ঝরে ঝরো ? !!

হে তূলায় ঢাঁকা ধবল যমীন !

বড় প্রশ্ন ছিলো মনের হেথায়,

শীতল তুমি কিসের ব্যাথায়,

নীরব কাতর দুর্বা ডগায়-

জমে জমাট ধরো ? !!

হে নিরবধি বরফগলা নদী !

বড় স্বপ্নো ছিলো বুকের মাঝে,

বলবো তোমায় সকাল সাঁঝে,

কোন্ অনলে জ্বলছো তুমি-

ক্যান্ আকাঁবাঁকা ঘুরো ? !!

হে আকাশচুমি পাহাড়ঘেরা ভূমি !

সুঃখের ছোয়ায় দুঃখ তাড়িয়ে

উম্মুক্ত ধারায় হাত বাড়িয়ে

আজ আমার চেয়ে নিঃস্ব তুমি,

সেটায় আড়াল করো ? !!

মোশাররফ.১০০.১১৫

বিষয়: বিবিধ

৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File