কোথায় আবাবীল
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০২ আগস্ট, ২০১৪, ০৫:৩৫:৩৩ সকাল
ফিলিস্তিন দেশটা
আজ ইতিহাস
ছোপ ছোপ রক্ত
সারি সারি লাশ । ।
গাযাতো শহর নয়
এক বদ্ধ ভুমি
হে প্রভূ দয়াময়
কোথায় তুমি ?। ।
বিশ্বের মুসলীম
বড়ই অসহায়
সাহায্য পাঠাবে কবে
আবাবীল কোথায় ? । ।
০১/০৮/২০১৪
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন