ভ্রান্তি ফলক
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৭ জুলাই, ২০১৪, ০৫:৫৪:১২ সকাল
অনেক চেনা মূখ গুলোকে,
নতুন করে চিনতে হবে ।
অনেক চলা পথ গুলোতে,
আবার আমায় হাঁটতে হবে । ।
শ্লোক বলা কাব্য কথন,
অতীত পাতায় লিখতে হবে।
অনেক শোনা তথ্য সমন
নতুন করে শিখতে হবে । ।
অনেক দেখা স্বপ্ন গোলক
আবার আমায় বুনতে হবে
ছেড়ে আসা ভ্রান্তি ফলক
নতুন করে গুনতে হবে । ।
মোশাররফ ২৭.০৭.১৪
বিষয়: বিবিধ
৭৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
মন্তব্য করতে লগইন করুন