জীবনের অংক
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১০ মার্চ, ২০১৫, ০৪:২৬:১৪ রাত
জীবনের গতি প্রবাহে কোনো সূত্র থাকেনা,
কিন্ত, প্রত্যেক ছ্ন্দময় জীবনে সূত্র থাকে !
যারা সে সূত্রটির সন্ধান পায় ?
আখেরে তার জীবন অংক মিলে যায় । ।
কিন্ত, যারা সে সূত্রের জন্ম দিতে পারে না,
তাদের জীবনটাই যেনো ভূলেভালে ভরা !
কাটাকাটি অংকের খসড়া খাতা !
ঝালমুড়ি ঠোংগাঁর ক'-খানা ছেঁড়া পাতা । ।
তবে, সূত্রহীনও স্বল্প কিছু অংক আছে,
ব্যাতিক্রমী জন্মের কিছু জীবন আছে !
যে জীবনের অংক মিলে অতি অল্পতে,
সে জীবনের বড় শুন্যতা আছে গল্পতে । ।
১০.০৩.১৫- মোশাররফ
বিষয়: বিবিধ
১৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন