অতীত ভুলো

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৩ জুলাই, ২০১৪, ০৪:১৫:৪২ রাত

সময় চলতে চলতে পাওয়া-

একটি ফুলেলো পথ, আর একবিন্দু !

কথা বলতে বলতে যাওয়া-

একটু গতিশ্লথ, বহুদুর তখনো সিন্দু ।

দুটি পথ, তবু মিশে একাকার,

দুটি মত, শেষে এসে সমাহার । ।

দুটি হৃদয় ভিজে ভিজে -

সজীব এক সুনীবিড় সবুজে,

মান থেকে অভিমান -

দুটি মন দোদুলে, কোনএক অবুঝে ।

কেউ দেয় গোলাপতো কেউ দেয় কাঁটা-

ভালোবাসা রুদ্ধ, দুয়ারতো একটা । ।

একজনে ভাবছে তুমি হও গুরু-

দেয়ালটা সরাও, হোক আবার শুরু

তালাটা ভেঙ্গে দুয়ারটা খোলো

কাঁটাগুলো তুলে অতীতটা ভুলো ।

ধীক ধীক জ্বলেজ্বলে প্রেম পুড়ে ছায়

তখনো সে বলে চলে আমি অসহায় । ।

মোশাররফ ১২.০৭.১৪

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File