ধৈর্যপ্রহর
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩১:২১ সকাল
আসবে অনেক বাধা জেনে,
সেপথ বহুত আঁধার মেনে,
অথৈ সাগর মাঝে !
স্বপ্ন গুলোর খোঁজে !
যাচ্ছি সদা ধৈর্যপ্রহর গুনে । ।
বলছে শতক সুহৃদ জনে,
বার্তা কতক প্রতিক্ষনে,
শ্যাম রাখি না কুল ?
সঠিক কোনটা ভুল ?
স্বপ্নগড়ার মন্ত্রযে আজ মনে । ।
সিন্দাবাদের জাহাজ-বিনে
স্বপ্ন রাজার মুকুট-হীনে
ফিরছি তোদের পাশে !
ভূল ছিলো মোর চাষে !
আকাশছোঁয়া কল্পনা যাস শুনে । ।
মোশাররফ.
১১.১২.১৪
বিষয়: বিবিধ
৮৬৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন