ভুল শব্দগত
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৩ মে, ২০১৪, ০৩:২১:৪২ রাত
গোপাল কহিলো মন্ত্রী মশায় !
গুমখুন হচ্ছে যেভাবে রোজ ?
লাখে লাখে লোক হয় চম্পোট,
আশুজলে খুজিছে স্বজন রোজ । ।
কিশোর মন্ত্রী চাহিয়া কহিলো,
পেটে পড়িয়াছে আজ ফুলডোজ !
তাহাতেই ঘুরিছে বেদম মাথা
চট-যোলদি নতুন শব্দ-খোজ । ।
মন্ত্রী মোশায় এলান করিলো,
ঢোল শহরত জোর আরজ !!
জনগন করিছে শব্দগত ভুল,
আজি হইতে শব্দটি নিখোজ । ।
গুম বলিতে নেই কোনো শব্দ,
নিখোজতো হচ্ছে সারা বিশ্বময় !
পাইকের হাতে পেয়াদা মরিলে,
জনতার তাতে কি আসেযায় ?।
মোশাররফ
১৩.০৫.১৪
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খোঁজ - দ্যা সার্চ
মন্তব্য করতে লগইন করুন