,,,,,, তোমার মাঝে তুমি ,,,,,,,
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৫ মে, ২০১৪, ১০:৫৯:২০ সকাল
তুমিও হতে পারো এক উদার আকাশ,
আঁধার রাতের অনন্য এক ধ্রুবতারা ।
নীল সাগর গহীনে পথহারা নাবিকের
তটে তরী ফেরানো দুচোখে স্বপ্নভরা ।।
তুমিও হতে পারো এক বিশাল পাহাড়,
নিরবে বেয়ে চলা শিতল ঝর্না ধারা ।
ক্ষুধার্ত হৃদয়ে ধুকেমরা কুল-মাখলুকের
তৃষ্ণা মেটাতে উন্মুক্ত কোমল ফোয়ারা ।।
তুমিও হতে পারো ধূম্রমুক্ত শীতের সকাল,
তীর্ছক সূর্যের এক ফালি সোঁনালী রোদ ।
পথ-প্রান্তরে বিছানা বিহীন বনী আদমের
গায়ে জড়ানো একফোটা উষ্ণতার বোধ ।।
তুমিও হতে পারো সঠিক পথের দিশারী,
দায়গ্রস্ত নিঃস্বজনের আলোয় ভুবন ভরা ।
বঞ্চিত নিপিড়িত নুয়েপড়া অগ্রজপ্রতিম
ধুলোয় মলীন দুর্বল হাতটি আগলে ধরা ।।
তুমিও হতে পারো যুদ্ধমুক্ত নিষ্কলুষ পৃথিবী,
তেজদীপ্ত তারুণ্যের এক বিপ্লবী চিন্তাধারা ।
সত্য-শপথে কাঙ্খিত আগামীর সেতু-বন্ধনে
একবিংশ শতকের এক সুরক্ষিত বসুন্ধরা ।।
মোশাররাফ.
০৫.১২.১০
বিষয়: বিবিধ
৯৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন