ভূতের আছর
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২২ এপ্রিল, ২০১৪, ১০:৩৩:১৫ রাত
আগের মতই আছো তবে,মনটা আগের নেই
মাথার ভিতর ভূত ঢুকেছে,আছর ঝেড়ে দেই ।
মস্তোবড় সাধক আমি,ভূত তাড়াতে চাও ?
ভুতং রানীর চলছে বিয়ে,যাফত খেয়ে নাও ।
তিন রোববার মন্ত্রো দেবো,তিন কূঁড়িটা"ছুঁ"
দুই কানেতে ঘরম পানি, নাঁখে মূঁখে "ফুঁ" ।
লালটুকটুক গামছা পেড়ে,উনিশ পদের চাল
শতেক ফলের প্রোসাদ পেয়ে,ভূতে বেসামাল ।
চার কুলাতে আসন পেতে,যেই ধরেছি কান
দাঁত-কটমট গা-ছমছম,বাঁশ ঝাড়ে তুফান ।
ঘাড়মটকানো চোখউল্টানো,ভুতের সেকি হাল
চিক্কড় মেরে নামলো শেষে,নাম কিনা তার বাল !
কাঁপন ছেড়ে বল্লো ভুতে, যাচ্ছি ঠিকি চলে
খাসলতটা পাল্টে দিলাম ,সত্য গেলাম বলে ।
মোশাররফ
২০.০৪.১৪
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন