শুভ জন্মদিনে

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২২ এপ্রিল, ২০১৪, ০৬:৩০:৫১ সকাল



জন্মদিনে চাই না আমি

লাল গোলাপের হ্যাপী,

হৃদয়কপাট খোলা রাখিস

অনাদী কাল ব্যাপী । ।

লৌকিকতার হাল আমলে

ডিস্কো পার্টীর ধুম তুলিস ?

পরের ঘরে কার্ড বিলিয়ে

কাছের মানুষ না ভূলিস ??

বাহারী কেক রঙ্গীন ফানুষ

ধুপ-বাতি-মোম ক্যান জালিস ?

জীবন মোহনায় চৈত্র এলে

পাহাড় কেটে বান ঢালিস । ।

মোশাররফ

১৫.০১.১৪

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File