কুরবানীর সেকাল একাল
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১২ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৮:০৩ সকাল
কুরবানীর সেকাল----------->
ইবরাহীম (আ) । আল্লাহর নির্দেশে হযরত ইসমাঈল (আ) কে কুরবানী দিতে যাচ্ছেন মিনায় । হযরত হাযেরা কোলিযার টুকরা কে আতর গোলাপ সুরমা পরিয়ে বিদায় দিলেন । তিনি কি জানতেন তার সন্তান কে আবার বুকে পাবেন ?
হযরত ইসমাঈল (আ) কে রাস্তায় ইবলীস জানান দিলো কি ঘটতে যাচ্ছে । পাথর মেরে তাড়িয়ে দিলেন । তিনি কি জানতেন এই চেনা পথে আবার ফেরা হবে ?
হযরত ইবরাহীম (আ) তরবারী চালাচ্ছেন প্রানপণে প্রিয় পূত্রের গলায় । তিনি জানতেন জবাই করছেন একটি উট ! সন্তান কে নয় ?
কুরবানীর একাল------------->
কাদের মোল্লার প্রিয় স্ত্রী-পূত্র-কন্যা শেষ দেখা দেখে বিদায় জানালেন । হাসি মূখে ।জান্নাত প্রাপ্তীর গ্যারান্টি পেয়ে ভি-চিহ্ন দেখালেন । একবারও কি ভেবেছেন রাত ১২.০১ এর পরও নিশ্বাস নিবেন এ মাটির ??
রাত ১০.৩০ মিনিট । সেরে নিলেল শেষ গোসল,শেষ নফল নামাজ,প্রভূর দরবারে শেষ ফরিয়াদ শাহাদাত কবুলিয়াতের । জেলের ইমাম শেষ তাওবা পড়ালেন । আল্লাহর দিদার লাভের উৎফুল্ল শিহরনে প্রহর গুনছেন । আল্লাহ জান্নাতে তার রুম বরাদ্দ দেননি তখনও । তাকি কাদের মোল্লা জানতেন ??
তার হাতে গড়া প্রিয় ইসলামী আন্দোলনের হাজার কর্মী তথা ১৬ কোটি মানুষ সরাসরী টিভি সম্প্রচার দেখছেন । সারা দেশে নুহু নবীর ভূমিকম্প চলছে । বিশ্ব মিডিয়া তোলপাড় । বিশ্ব মড়লরা হতবাক । সকল যূগের হিটলার, মুসলিনি, গোয়েবলস,চেঙ্গিসখা, নমরুদ,ফেরাউনেরা লজ্জায় মুখ ঢাকছেন । বিশ্বমুসলীম মিল্লাত আরেক হাসানুল বান্না সাইয়েদ কুতুবের সাক্ষাতের অপেক্ষায় । কেউ কি ভেবেছিলেন আল্লাহ তার মদদ কালের পরিক্রমায় এভাবেই অলৌকিক ভাবে উপস্থাপন করবেন ??
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন