জীবনের দাম
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৮:২৯ সকাল
নাস্তিকেরা বলে ডেকে নাও আল্লার নাম
ওহে কাদের মোল্লা ফাঁসির মঞ্চো প্রস্তুত
আমরা তাদের বলি
হ্যেরার পথেই চলি
দু'আনা মোদের কাছে জীবনের দাম !!
ওনাম জোঁপেই মোদের বেড়েছে হীম্মত ।।
তোমরা যাকে জীবন বলো আমরা বলি
মানবের কাছে সেতো মনিবের আমানাত !
অন্তর ধুয়ে ধুয়ে
মস্তক নুয়ে নুয়ে
খোদার রাহে করেছে তারা জীবনের বিনিয়োগ...
জানমাল সঁপে নিয়েছে শুধু নবীর বাইয়্যাত ।।
রক্তপিচ্ছিল পথে নির্ভীক পথিক ওরা
যূগে যূগে দিয়ে যায় দ্বীণের দাওয়াত
এযদি হয় অপরাধ
হৃদয়ে জাগে স্বাধ
ফিরে ফিরে হোক আমার জীবনের অবসান..
কবুল করো হে প্রভূ দাও আমায় শাহাদাত ।।
মোশাররফ.
১১/১২/১৩
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন