ফিরে দেখা

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০৫:২৯ দুপুর



সেই আমিতে তখন ছিলো

হৃদয় ভরা আলো

দিনে দিনে রঙ বদলে

বেজায় ভিতর কালো । ।



সেই আমি এই আমিতে

যোযন যোযন ফরাক

ভিতর থেকে কেউ দেখেনা

বাহির সমেত জনাক । ।



হে দয়াময় সেই আমিতে

ফেরত আমায় নাও

অতীত ফেরা না যদি যায়

নতুন শপথ দাও । ।

০৩.০৯.১৩

মোশাররাফ

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File