প্রতিবাদ
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৫০:২৭ সন্ধ্যা
চাই না কখনো প্রতিরোধী
হতে প্রতিযোগী হতে চাই
বুকের দহনে বারবার তবু
কেনো প্রতিবাদ এসে যায় । ।
শিক্ষাঙ্গনে অস্ত্রের মিছিল
খাতা কলমে মোরা নোই
মেধাবীর খুনে রন্জিত শব
ক্লাশ পরীক্ষা পাঠ্য বই । ।
বস্তি উজাড় জ্বলছে আগুন
অনাহারে পেট চৈত্র ফাগুন
পথশিশু ছুটে ডাস্টবিনে রোজ
দুমুঠো পঁচা খাবারের খোঁজ । ।
রেললাইন আর ফুটপাত হেনো
কুকুর-মানুষে একাকার যেনো
মানবতা আজ বুলেটের নলে
দুর্জনেরা ছুটে ভোগ দখলে । ।
নেতাদের শুধু ক্ষমতার লোভ
কি আসে যায় জনতার ক্ষোভ ?
সংগোপনে বার বার তাই
এ মনে প্রতিবাদ এসে যায় । ।
০৯০৯১৩
মোশাররফ
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন