------আপন------

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪৬:৪৬ সকাল

নাঁড়ির খবর রাখে কজন

দুর প্রবাসে ব্যাথায় যখন

হা-হুতাশ করে মন ।

মাথায় স্নেহের হাতটি রেখে

মেঘলা চোখে পরশ মেখে

মোছায় কে শ্রাবণ ? ।

রাতের কালোয় চাঁদকে দেখি

ব্যাকুল হৃদয় মাকেই ডাকি

এভুবনে তারচে কে আপন ?

মোশাররাফ.

০৭.০২.১৪

বিষয়: বিবিধ

৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File