মিনতি ….
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২২ জুলাই, ২০১৩, ০৯:৪৪:৩৮ সকাল
ভেবেছি আজকে বলবোই,তোমাকে কিছু না বলা কথা-
মন-আকাশ বেশ ভারী,থেমে থেমে গর্জন,দমকা হাওয়া-তর্জন,
বুকের গভীরে আশ্রু শীতল হয়ে ঝরছে অনবরত-
তবু ভাষাহীন, কেটে গেলো সারাদিন...।।
দিন গেলো সন্ধ্যা গড়িয়ে,ডানা মেলল নিকষ আঁধার,
রাতের কালো সাক্ষী,তখনো আমি শংকিত,
জমাট বাধা আকুতিগুলো,এক নিঃশ্বাসে বলতে চেয়েছি,
কথার ফুলঝুরি হৃদয়ে, বলতে পারিনি-
অব্যক্ত ভাবাবেগ বের হতেই কন্ঠ নিস্তেজ হয়,
হে চির-মহিয়ান রাব্বুল আলামীন...।।
পশ্চীমাকাশে তখনো তুমি,শফুকী রেখাই আলো ছড়াচ্ছ,
সাত-আসমান ডিঙিয়ে বাংলা প্রান্তসীমায় পেয়েও বলা হলো না !
কিন্ত ? দেখেতো গেলে ! শোষকের উৎপিড়ন,
লাল-দালানে মজলুমের গগণবিদারী আর্তনাদ,
আমি অধম ! না পারি সইতে, না বইতে-
সম্বল শুধু রাত্রী শেষে জাইনামাজে ঝরে পড়া কফোটা অশ্রু,
তাই নিয়ে মিনতি আমার রাখো ! আবাবীল নয়,
পাঠাও একজন উমার, এ শতকের খোমেনী কিংবা সালাহউদ্দীন...।।
মোশাররাফ ২৫.০৭.১০
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন