মধ্যসত্বভোগী

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৬ জুলাই, ২০১৩, ০৭:০৪:৩০ সকাল

নতুন কিছু করার স্বপ্ন নিয়ে বুকে,

বলি; মিয়াভাই... আসেন-

হই উদ্যোগী ?

রহস্যের হাসি মুখে সেতো ছিলো আমার-

পুরানা প্লান; মিছা তুমি কেহে...

মধ্যসত্বভোগী । ।

পৃথিবী বদলাবো বলে যখন নিরবে

আলাদা কিছু ভাবি

অতি....সন্তর্পনে ?

আদ্যপ্রান্ত শুনে..দেঁতো পন্ডিৎ যায় বনে

করে বসে দাবি কুঁচকে ইশ্বৎ....

শৈলপ্রান্ত.... কোনে । ।

১৩।০৭।১৩

বিষয়: বিবিধ

১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File