অভিমান
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৯ জুন, ২০১৩, ১০:১৩:০৯ সকাল
প্রবাস মানে ব্যাস্ত জীবন---তোমরা সবাই জানো ?
মানুষ!নাহ সে; টাইমমেশিন---দানব রোবোট মানো ?
অনেক দুঃখো বুকের ভিতর---বরফ জমে যায়
ব্যাথার পাহাড় আড়াল করে---হাসির ফুল ঝরায় । ।
কাজের ফাকে একটু সময়---দিনরাতে যেই পাই
হামলে পড়ি ফোন বা চ্যাটে---অমনি হ্যালো হাই । ।
মনের কষ্ট দ্বিগুন যখন--- কতেক সুহৃদ ভাই
খোজ নেননা ফোন দেননা---বলে, মুখে আসেযাই । ।
পকেট মোটা হলে জানি---হৃদয় পাথর হয়
আসল কথা ভাব বেড়েছে---মনে তোমার নয়ছয় ।
ম্যাসেজ দিবেনা ফোন দিবেনা---আজই কথা শেষ
চেনা পরিচয় যা ছিলো তা---চায় না রাখতে ক্লেশ । ।
সেদিন থেকে নেটে আসে না---কল ধরে না মোর
ম্যাসেজ দিয়ে ব্যাকুল আমি---পাইনা কোনো উত্তর । ।
মোশাররফ.
আঠারোছয়তেরো
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন