আলোর অপেক্ষায়
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৪ জুন, ২০১৩, ০৫:৩৪:৩৪ সকাল
সে দিন দুপুর বেলায়,
মন আমার আনমনা,ভীষণ বিষণ্যতায়-
চেতনা হারালো,অলস উদাসী হাওয়ায় ,,,
খুজে ফিরি চির-সবুজটাকে,
আম্রকাঁনন ফাঁকে,মেঠো পথের বাঁকে-
দৃষ্টি আমার অজানায়,অশুভ মহাশুন্যতায় ,,,
হৃদয়হীন এই ভবে,
কখন কবে,কি জানি কি ভেবে-
শীর দাঁড়িয়ে রয়েছি ঠাঁয়,খাড়া একপায় ,,,
সম্ভিতি যখন ফিরলো,
সূর্যটা গেলো,রাত্রীরা এলো
আঁধার আমায় ঘিরে দাঁড়ালো-
সে থেকে প্রতিমুহুর্ত আলোর অপেক্ষায় ,,,
মোশাররাফ.
তেরোছয়তেরো,
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন