শ্রমিক দিবস
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০১ মে, ২০১৩, ০৪:২৪:০৫ রাত
শ্রমিক দিবস ঘনিয়ে এলে বিশ্ব যেনো নড়ে চড়ে !
মিটিং সিটিং স্মরণ সভায়
শ্রমচোরা সেই পেট-মোটারা হুমড়ি খেয়ে পড়ে
কথামালার ফুলঝুরিতে শ্রমিক প্রীতিই ঝরে । ।
জাহেল যূগে শ্রমজীবিদের মনুষ্যহীন দানব ভাবাহতো !
যুলুমযত অবিরত বন্যপ্রাণীর মতো
রক্ত-ঘামে মরুর বুকে নদী প্রবাহিত
গতর জুড়ে বিভতস সেই হিংস্রতারই ক্ষত । ।
বিশ্বায়নের যূগেও দেখো শ্রমিককুলে দৈন্যদশায় ফুটে !
মালিক ! নাহ; সে প্রভূ সাজে
কর্মচারীর রক্ত চুষে শ্রমচোরেরা সুদ আসলে লুটে
ভাগ্যহীনের লাঞ্ছনা আর বঞ্ছনা তাই জুটে । ।
মরুর দেশে রাখাল বেশে শান্তিসুখের শিক্ষাগুরু এলেন !
দাস প্রথার প্রাচীর তুলে
মালিক শ্রমিক প্রভেদ ভুলে
ইনসাফী এক শ্রমমোহনায় নিলেন
সাম্য-মৈত্রীর সমন্বয়ে সমৃদ্ধির দিন ফিরালেন । ।
মোশাররাফ.
০১.০৫.১১
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন