,,,,,,,, এলো বৈশাখ ,,,,,,,,,

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৪ এপ্রিল, ২০১৩, ০৩:২৪:৪৬ রাত

আকবর আমলে / পহেলা বৈশাখ এলো

আমীর ফতহুল্লাহ / হিজরীতে মিলালো

সেই থেকে গণ্য / বাংলা সনের প্রবর্তন

আজ কেনো হিন্দুয়ানী / বঙ্গীয় কীর্তন ?।।

মুসলীম সংস্কৃতি / চায় কি ওরা ভুলাতে ?

ঐতিহ্য বদলিয়ে / পৌত্তলিক গিলাতে ?

শাঁখা সিঁদুর মহড়া / পাঞ্জাবী সূতি-ধুতিতে

মুখ-মুখোশ আড়ালে / মূর্তিরুপী ফুর্তিতে ।।

রাখীবন্ধন আলতা / ঢুলক তিলক বাদ্য

উন্মুক্ত নির্লজ্জতা / মঙ্গলযাত্রীর প্রতিপাদ্য

লাজহীন কপতিরা / গালে আঁকে আল্পনা

উষ্ণ-শ্বাষে পৌরুষ্য-স্পর্শে / বিগলিত কল্পনা ।।

বৈশাখী বটতলায় / নব্য ওকাজের মেলা

গঞ্জিকা সন্ধায় চলে / ধর্মহীন অশ্লিল খেলা

ঘুণেধরা এ সমাজ / নৈতিক অবক্ষয়ে দেশ

হে নতুন প্রজন্ম / টেনে ধরো এর রেশ ।।

মোশাররাফ.

০১।০১।১৮

১৪।০৪।১১

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File