দুধের স্বাদ ঘোলে ...... Love Struck

লিখেছেন লিখেছেন রাইয়ান ১১ নভেম্বর, ২০২০, ০৫:৩২:৩৪ সকাল





রাতে শুয়ে পড়ার আগে বিছানায় বসে বসেই অলস হাতে ফেসবুক স্ক্রল করছিলাম। এক জায়গায় গিয়ে একটা ভিডিওতে দেখি একজন লোক মাওয়া ঘাটে গিয়ে একটি হোটেলে খেতে ঢুকে সেখানেই তাজা ইলিশ কিনেছেন, সেই মাছ খাঁটি সরিষার তেলে ভেজে সেই তেলেই বড় বড় চাক চাক করে কাটা তালবেগুন ভেজে কি মজা করেই না খেলেন !

কর্তা তখন আমার পাশেই আধশোয়া হয়ে জো বাইডেনের আত্মজীবনী নিয়ে একটি ডকুমেন্টারি মন দিয়ে দেখছিলেন। আমি ভিডিও শেষ করে দীর্ঘশ্বাস ফেলে বললাম, ইস ! দেশে থাকলে এই সিজনে একবার হলেও আমি মাওয়া ঘাট যেতাম। কর্তা আমার কথা ঠিক বুঝে উঠতে পারেননি হঠাৎ। আসলে তিনি তো তখন যে বাইডেনের সাথে পেনসিলভানিয়া থেকে শুরু করে পুরো আমেরিকা চষে বেড়াচ্ছেন, সেখান থেকে বাংলাদেশ, তারপর ঢাকা , সেখান থেকে যানজট পেরিয়ে মনে মনে মাওয়া যেতেও তো সময় লাগে .....

আমি বললাম , আমার ভীষণ সর্ষের তেলে ইলিশ আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে। শুনে কর্তা বললেন, সে তো তুমি দুধের স্বাদ ঘোলে এখানে বসেই মেটাতে পারো ! ব্যস ... পাগল সাঁকো নাড়াতে শিখে গেল ! পরদিন দুপুরে কর্তা কে স্পেশাল লাঞ্চের দাওয়াত দিলাম , আর মেন্যু জানতে চাইছেন ? হা হা হা .... ওই যে ! দুধের স্বাদ ঘোলে ......

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386857
১১ নভেম্বর ২০২০ বিকাল ০৫:০৮
সন্ধাতারা লিখেছেন : Assalamualaikum apuji. Interesting family story!

Alhamdulillah fine. How are you all?
386859
১২ নভেম্বর ২০২০ সকাল ০৭:২৫
রাইয়ান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপুমনি ! কতদিন পরে যে কথা হল ! আমরাও আলহাব্দুলিল্লাহ, ভাল আছি। আপনার কমেন্টের রিপ্লাই এ উত্তর পোস্ট করতে পারলামনা কেন যেন ... যাক, আলহামদুলিল্লাহ ! কত ঘাত প্রতিঘাত সয়ে যে ব্লগটি টিকে আছে এখনো , এইতো অনেক.....
386861
১৯ নভেম্বর ২০২০ সকাল ০৭:৫৩
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File