ফিরে পেলাম নিজেকে ...

লিখেছেন লিখেছেন রাইয়ান ০৩ নভেম্বর, ২০১৯, ০৪:৪৪:২৭ বিকাল



গত কয়েকটি দিন মেলবোর্নে অসহ্য গরম গেল। সাথে তীব্র দমকা বাতাস , আর সেই বাতাসে ছিল বসন্তে ফোঁটা অজুত নিযুত পুষ্পরেণু .... যা হে-ফিভার নামক এক অস্বস্তিকর অসুস্থতার ও কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবছরের মত এবারও।

শুক্রবার বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। আমিও চাতকের মত বারবার আকাশের দিকে তাকিয়েছি এক ফোঁটা বৃষ্টির আশায়। অবশেষে মাঝ রাতের দিকে ঘুম ভেঙে গেলে শুনতে পেলাম আমার প্রিয় কাঁচঘরের টিনের চালের উপর বৃষ্টির ঝমঝম শব্দ। আধো ঘুম আধো জাগরণের মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল। পায়ের কাছটিতে গুটিয়ে রাখা কমফোর্টার টেনে নিয়ে গায়ে জড়াতেই আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়ল অনুভূতির প্রতিটি আনাচে কানাচে ...

সকালে পর্দা সরাতেই মুখে পরশ বুলিয়ে দিল ঠান্ডা শীতল হাওয়া। বাসার সামনে লাগানো গোলাপের পাপড়িগুলোতে বৃষ্টির কণা যেন অপার্থিব এক সৌন্দর্য্যের পসরা মেলে বসেছে। ডালে ডালে নাম না জানা পাখিদের কিচিরমিচির , এক শাখা থেকে অন্য শাখায় ওড়াউড়ি আমাকে মুহূর্তের জন্য যেন অন্য এক ভুবনে পৌঁছে দিল ...

এভাবেই রচিত হয় দু:খের পরে সুখের উপাখ্যান, যেভাবে সপ্তাহভর তাপদাহে পুড়ে শীতল হল আমার প্রকৃতি। আমি ফিরে পেলাম নিজেকে , জীবন আবার স্বাভাবিক ছন্দে চলতে লাগল বহতা নদীর মত .....

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File