'মোর ভাবনারে কে হাওয়ায় মাতালো...'
লিখেছেন লিখেছেন রাইয়ান ২৬ আগস্ট, ২০১৮, ০৮:৩৫:৪২ সকাল
আমার এই জীবনে যতগুলো পড়ার ঘর পেয়েছি , তার সবগুলোর পাশেই সবসময় একটা গাছ দাঁড়িয়ে থেকেছে অতন্দ্র প্রহরীর মত...
ছোটবেলায় আমাদের দুই বোনের ঘরের যে জানালার পাশে পড়ার টেবিল রাখা ছিল, সেই জানালার পাশে ছিল একটি নারকেল গাছ। ওই গাছটি যদিও একটি তালা ফ্যাক্টরির সম্পত্তির অংশ ছিল, তবুও কি মনে করে যে তারা ওই গাছটিকে বেঁচে থাকতে দিয়েছিল তা আজও ভেবে পাইনা। একটু আনমনা, উদাস প্রকৃতির এই আমি পড়তে বসলেই আমার চোখ চলে যেত নারকেল গাছের সদা দোদুল্যমান পাতাগুলোর দিকে। প্রতিটি ঋতুতে গাছটি ছিল আমার অসংখ্য ভাবনার সঙ্গী। প্রবল ঝড়ের রাতে বিছানায় শুয়ে শুয়ে বন্ধ কাঁচের জানালার ওপারে তুমুল আন্দোলিত ওই গাছের লম্বা লম্বা পাতাগুলো সদ্য কৈশোর পেরোনো আমার মনে কত যে বিচিত্র অনুভূতির জন্ম দিত ! ততদিনে আমার রবার্ট ফ্রস্টের ' Tree at my window ' পড়া হয়ে গেছে। সেই কবিতা থেকে পাওয়া আবেগগুলো পুরোটাই ঢুকে গিয়েছিল আমার মধ্যে .....
আজ অনেকগুলো বছর পরে আমার এখনকার পড়ার ঘরের পাশেও একটি গাছের বসবাস। কাউন্সিল থেকে লাগানো একটি গাছ, তার কোন নাম হয়ত আছে, কিন্ত আমার জানা নেই। মেলবোর্নের কারণে অকারণে বয়ে যাওয়া বাতাসে সে সর্বদাই আন্দোলিত। বসন্তের শুরুটা আমি মাস, তারিখ না দেখেও বুঝতে পারি , যখন গাছটির মৃতদর্শন ডালে ডালে ছোট্ট ছোট্ট কুঁড়ির উদ্ভব হয়। সেখান থেকে গজিয়ে ওঠে ছোট্ট কচি সবুজ সবুজ পাতা। সে পাতায় একসময় চেয়ে যায় পুরো গাছ। একসময় প্রকৃতিতে আবারো হেমন্ত আসে , আবারো আসে পাতা ঝরার দিন, জীর্ন বেলার লগ্ন....
এখন, এই বড়বেলায় এসে বুঝতে পারি , প্রকৃতির প্রতিটি অনুসংগই আসলে একটা পর্যায়ে এসে পার্সোনিফাই করে। জীবনের নামই যে সংগ্রাম, প্রতিটি মুহূর্ত পরিপার্শ্বের সাথে আন্দোলন করে বেঁচে থাকা , আমার জানালার পাশে দাঁড়িয়ে থাকা মূক, স্থির, অচঞ্চল ওই গাছটি যতটুকু জানে, আমরা মানুষেরা কি অন্তত ততটুকু অনুধাবন করার ক্ষমতা রাখি ?
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গাছ বদলায়
পাতা বদলায়
চক্র ঘুরে আসে
মন জানলায়
আমিও ছোট বেলা থেকে গাঁছ খুবই ভালবাসতাম
মন্তব্য করতে লগইন করুন