জীর্ণ পাতা ঝরার বেলা ....
লিখেছেন লিখেছেন রাইয়ান ১৬ মার্চ, ২০১৬, ০৭:১২:৪৬ সকাল
মেলবোর্নে শরৎ এখন। অফিসিয়াল নাম 'অটাম ', কিন্তু আমার বাংলাদেশী মনটি গ্রীষ্ম বর্ষার পালা কাটিয়ে শরৎকাল ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। বিকেল শেষের সময়টুকুতে আমি যখন বাগানে আমার ছোট্ট দোলনাটির দোল উপভোগ করি, আমার শরৎ অনুসন্ধিত্সু চোখ কেবলি পেঁজা তুলোর মত মেঘ আর কাশবনে ঘন হয়ে ফুটে থাকা কাশফুল খুঁজে বেড়ায়। কিন্তু সাত সমুদ্দুর তের নদীর এপারে কাশফুল আর মেলে কই !
বলছিলাম 'অটাম' এর কথা। জীর্ণ পাতা ঝরার বেলা। এই ক্ষণ এমনই , কেবলই মনে হয় , এ যেন বেদনা ও বিষন্নতার যুগলবন্দীতে গাওয়া এক সান্ধ্য রাগিনী , যার মূর্ছনা কেবল গোধূলি লগনেরই উপযুক্ত। এ যেন অব্যক্ত এক গভীর অভিমানের না বলা প্রকাশ ! প্রকৃতি জুড়ে যেন কেবলই ঘরে ফেরার ডাক। উচ্ছ্বল দিনের শেষে একটি হিরন্ময় নিরবতায় পূর্ণ রাত যেমন ঘুচিয়ে দেয় সমস্ত কোলাহল, সামারের পরের এই 'ফল' সিজনটি তেমনি আমার বুকের গভীরে কোথাও যেন কোন হাহাকার ভরা সঙ্গীত মূর্ত হয়ে বাজিয়ে তুলতে থাকে প্রতিক্ষণ ! সবুজে ঝলমল করতে থাকা গাছগুলোর ক্রমশ বিবর্ণতায় রূপান্তর যেন আমার অন্তরের রোরুদ্যমানতাকেই প্রকাশ করে দেয়। যে বেদনা , যে অভিমান ছিল একান্তই আমার, তা যেন আজ প্রকৃতির ভাঁজে ভাঁজে ছড়িয়ে গেছে কোন এক অপার্থিব ছোঁয়ায় !
গ্রীষ্মের উষ্ণতা উপভোগের ক্ষণ বুঝি ফুরিয়ে এলো ! বাতাসে মন্দ্র মদির শীতার্ত আলিঙ্গন, ভোরের আকাশ হারায় স্বচ্ছতা, যেন হালকা কুয়াশার ঐন্দ্রজালিক আবরণে ঘটে গভীর গোপনতম কোন সূর্যোদয় ! প্রকৃতি যৌবন হারায়, সবুজ ঘাসেরা মেনে নেয় তাদের নিয়তি, বিবর্ণতার চাদরের ভাঁজে খোঁজে বেঁচে থাকার স্বান্তনা , বাতাসে ভেসে বেড়ায় বরফকুচির ঘ্রাণ, হিমেল আহ্বানে সাড়া দেয় বিবশ প্রকৃতি !
তবুও ভোরের ঘাসে দেখি হিরে ঝলমল শিশির কনা , প্রকৃতির কোষে কোষে বার্তা তরঙ্গিত হয়.....সময় হয়ে এসেছে ফিরে যাবার , আবারও নতুন করে নতুন রূপে ফেরার প্রত্যাশায় ! এ এক অনিবার্য রূপান্তর !
আর আমার হৃদয় সেখানে খুঁজে ফেরে একটুখানি উষ্ণতা .......
বিষয়: বিবিধ
১৯৭২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেলবার্ণের আপু, আপনি এত্ত দিন পর...........
এবার নিয়মিত হবেন তো!.................
আর খাওয়ার কথা ! সে আর কি বলব ! আমার বাগান ভরা শাক সবজি। প্রধান বাগান কর্মকর্তা চাষ করছেন , আর আমি তার সহকারী হয়ে সবজি তুলছি আর প্রতিবেলায় নতুন নতুন সবজি রান্না ! পুঁটির মায়ের সাথে খুনসুটি জমে উঠুক আরো ....
অনেক ধন্যবাদ আপু ।
অনুরোধ রাখার জন্য খুবই কৃতজ্ঞ।
পেয়েও হারাবার আশংকা জাগিয়ে তুলবেন না যেনো আবার!
কিছু লিখতে পারাটা আমার একদম একান্ত একটি ভালোলাগার জায়গা , সাথে আছে আপনাদের অসাধারণ মমত্ববোধ , এটি ই তো এগিয়ে যাবার প্রেরণা ! ভালো থাকবেন , অনেক....অনেক....
ভীষণ ভালো লাগলো উপস্থিতির জন্য।
সুন্দর মিষ্টি মন্তব্যটির জন্য অসংখ্য শুকরিয়া !
কতোদিন পর !
যাক বিরতি সার্থক আপনার, এতো চমৎকার একটি লিখা নিয়ে ফিরলেন বলে!
প্রতিটি লাইন উপভোগ করলাম
প্লিজ একটু নিয়মিত হবেন মিস করি আপনাদের
জ্বি আপু ! লিখলাম অনেকদিন পর কিন্তু ব্লগের আমি একজন নিয়মিত ভিজিটর। জীবন হঠাত করে ঘাড়ে কিছু ব্যস্ততার বোঝা চাপিয়ে দিয়েছে বলে সবদিক সামলে নিজের জন্য একান্ত কিছু সময় বের করা মুশকিল হয়ে পড়ে। এ জন্যই এই অনাকাংখিত বিরতি ! আপনার প্রতিটি লেখাই আমি পড়ি , কিন্তু মন্তব্য করার আর সময় হয়না আপু ! ক্ষমা করেছেন তো এজন্য !
মন্তব্য করতে লগইন করুন