সত্য সবসময়েই বিজয়ী .....
লিখেছেন লিখেছেন রাইয়ান ১৪ মার্চ, ২০১৩, ০৬:৪৮:৪৪ সকাল
সৃষ্টির আদিকাল থেকেই সত্য ও মিথ্যার দন্দ্ব চলে এসেছে । মিথ্যা কখনো কখনো সাময়িকভাবে জয়যুক্ত হলেও সত্যের বিজয় নিশ্চিত ও অবশ্যম্ভাবী । পবিত্র কুরআনেও আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাবেই এই সত্যেরই বিজয় ঘোষণা করেছেন । আসুন কয়েকটি আয়াত লক্ষ্য করি :
১) বলুন, সত্য এসেছে আর মিথ্যা অপসারিত হয়েছে । মিথ্যাকে অপসারিত হতেই হবে । ( সুরা বনী ইসরাইল - ৮১ )
২) আমি সত্য সহ কুরআন অবতীর্ণ করেছি, আর তা সত্য নিয়েই অবতীর্ণ হয়েছে । ( সুরা বনী ইসরাইল - ১০৫ )
৩) বলুন, পৃথিবীতে ভ্রমন কর, তারপর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছিল তাদের কী পরিনাম হয়েছিল । ( সুরা আনআম - ১১ )
৪) বলুন, সত্য এসেছে, আর অসত্য নতুন কিছু সৃষ্টি করেনা বা পুরনো কিছু ফিরিয়েও আনেনা । ( সুরা সাবা - ৪৮-৪৯ )
৫) যারা সত্য এনেছে আর যারা সত্যকে সত্য বলে মেনেছে তারাই তো সাবধানী । ( সুরা জুমার - ৩৩ )
৬) তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়োনা আর জেনে শুনে সত্যকে গোপন করোনা । ( সুরা বাকারা - ৪২ )
৭) বলুন, সত্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে, যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক । ( সুরা কাহাফ -
২৯ )
কুরআন পড়লে মনে অনাবিল শান্তির পরশ মেলে । এরপর যদি আমরা নিজেদেরকে ওই সত্য পথের ই পথিক হিসেবে দেখি , তবে তো প্রাণে শান্তির সাথে সাথে স্বস্তিও মেলে । আর এই পথ ই তো সিরাতুল মুস্তাকিম, যা আসমান ও জমীনের মত বিস্তৃত হয়ে চলে গেছে জান্নাতের দিকে.......
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন