শেখার আছে অনেক কিছু ...

লিখেছেন লিখেছেন রাইয়ান ১২ মে, ২০১৩, ০৯:০৩:৪৮ সকাল

--- সত্যি করে বলোতো , তুমি আসলে কি চাও ? কি আছে তোমার মনে ? ( কোমরে হাত দিয়ে রনাঙ্গিনী মূর্তি ধরে প্রশ্ন দুটি ছুঁড়ে দিলাম I )

--- কেন , কি হয়েছে ? ( অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে তিনি জিগ্গেস করলেন )

--- তোমাকে আমি সামান্য বাজার আনতে বললাম , আর অমনি তুমি বাজার আনতে চলে গেলে ?

--- তো বাজার লাগলে আনতে হবেনা ? ( বিস্ময়ের ঘোর থেকে বেচারা বেরোতে পারছেননা কিছুতেই )

--- বাজার লাগলেই আনতে চলে যেতে হবে ? আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিতে হবেনা ? আর এনেছ তো এনেছ , দুনিয়ার সবজি , মাছ ফলমূল এনে হাজির করেছ I

--- তাতে কি হয়েছে ? সবজিতে প্রচুর ভিটামিন, মিনারেল আছে , তাছাড়া তুমিতো কয়েক রকম ফল মিলিয়ে ফ্রুট সালাদ খেতে পছন্দ কর , সেজন্যইত আনলাম !

--- তুমি পরিষ্কার করে বলতো, তোমার উদ্দেশ্যটা কি ? তুমি কি চাওনা আমি না খেয়ে থাকতে অভ্যস্ত হই ? বিপদ দুর্ঘটনায় যেন খাবার পানি ছাড়াই সপ্তাহর পর সপ্তাহ বেঁচে থাকার শক্তি অর্জন করি ? নাকি খাইয়ে দাইয়ে ননীর পুতুল বানিয়ে রাখতে চাও যেন আল্লাহ না করুন কোনো মুসিবতে আগেই অক্কা পেয়ে যাই আর তুমি ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হও !

--- মানে !! ( বিস্ময়ের চূড়ান্তে..)

--- কেন , শোননি ? ভাগ্যবানের বউ মরে আর অভাগার মরে গরু !

--- আচ্ছা , তোমার কি হয়েছে বলতো ! ভালো মানুষ রেখে বাজারে গেলাম , ফিরে এসে কি দেখছি ! আমার না হয় একটু দেরী ই হয়েছে , কিন্তু তোমার হলটা কি !

--- হয়েছে , হয়েছে , আর আকাশ থেকে পড়তে হবেনা ! নাও, এই নিউজ টা পড় !

--- তুমি পড়ে শোনাও , তোমার কথা বার্তা শুনে আমার মাথা আউলা হয়ে গেছে !

--- ঠিক আছে , আমি ই শোনাচ্ছি ...

পড়তে লাগলাম.....

কথা প্রসঙ্গে রেশমার বাড়িওয়ালি হাজেরা বেগম বলেন, 'গতকাল হাসপাতালে আনার পরই রেশমা আমার মুঠোফোনে ফোন দিয়ে আমার সঙ্গে দেখা করতে চায়। আজ (শনিবার) সকালে হাসপাতালে যাওয়ার পরই সে আমাকে দেখে বলে ওঠে, আন্টি, আমার কপালে আদর দেন। আমি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরি।' হাজেরা বেগম বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রেম করে রাজ্জাককে বিয়ে করলেও দাম্পত্য জীবনে স্বামীর অসহনীয় নির্যাতন সইতে হয়েছে রেশমাকে। দেড় বছর আগে তার বাড়িতে রেশমাকে নিয়ে ওঠেন রাজ্জাক। রাজ্জাক প্রায়ই রেশমাকে নানা অজুহাতে মারধর করতেন। এমনকি রেশমার গায়ে হাত তোলার সময় রাজ্জাক তার ভিডিও ধারণ করে রাখতেন। জানা যায়, রাজ্জাক প্রায়ই বাজার করতেন না। রেশমাকে না-খেয়ে উপোস থাকতে হতো। অভিমান করে এ সময় রেশমা তার বাড়িওয়ালিকে বলতেন, 'আন্টি, আমি একনাগাড়ে সাত-আট দিন না খেয়ে কাটিয়ে দিতে পারি।' হাজেরা বলেন, 'ও রাগ কইরা তহন উপাস থাকত বইলাই আজ বাঁইচা ফিরছে।'

--- কি হলো, শুনছিলে তো !

কোনো উত্তর না পেয়ে তাকিয়ে দেখলাম এক জোড়া অবাক চোখ অপার বিস্ময় মেখে আমার দিকে তাকিয়ে আছে নির্নিমেষ !

বিষয়: বিবিধ

২১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File