মুফতি শাহ রিয়ার কবিরের ফতোয়া (?)

লিখেছেন লিখেছেন রাইয়ান ০৫ এপ্রিল, ২০১৩, ০৬:৫৫:৪৫ সন্ধ্যা

গতরাত সাড়ে ন'টায় মোহনা টিভির টক শোতে চোখ আটকে গেল। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতে আল্লামা শাহ্‌ রিয়ার ভিঊ কবিরের কাছে সঞ্চালক জানতে চাইলেন, "নাস্তিকদের জাগতিক শাস্তির ব্যাপারে ইসলামের বিধান কি?"

জবাবে উনি বললেন, কোরান হাদিসে স্পষ্ট(!) উল্লেখ আছে, আল্লাহ তায়ালা বলেছেন, নাস্তিকদেরকে তোমরা ইসলামের পথে আনার চেষ্টা কর, তাদেরকে বোঝাও, হেদায়াত করারা চেষ্টা কর। আর তারা যদি কোনমতেই হেদায়াত না হয়, তবে তাদের সঙ্গ পরিত্যাগ কর আর মনে মনে তাদেরকে ঘৃণা কর।

ছোটবেলা থেকেই অর্থসহ কোরআন পড়ার অভ্যেস গড়ে উঠেছে। সে হিসেবে বেশ অনেকবারই কোরআনের এ মাথা থেকে ও মাথা বিচরণ করা হয়ে গেছে। কাজেই কোরআন নিয়ে কেউ কিছু বললেই বুঝতে সমস্যা হয়না, কোনটা আসল আর কোনটা চাপাবাজি। কিন্তু এতবড় একজন ইসলামী চিন্তাবিদ চাপা মারবে - এটাও বিশ্বাস হয়না। এখন আপনারাই বলুন কাকে বিশ্বাস করব? আল্লামা শাহরিয়ার কবীর নাকি যে ইসলামী ফাউন্ডেশন আমার হাতে মাআরেফুল কোরআনের অনুবাদ তুলে দিয়েছে - সেটাকে ?

(ফেইসবুক থেকে প্রাপ্ত )

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File