প্রিয় মা আমার!
লিখেছেন লিখেছেন এনঠেরাক্স ১২ এপ্রিল, ২০১৩, ০২:৫২:১৬ দুপুর
এই তো সেদিন দেখে আসলাম আমার মা'কে । মনে হয় কত কাল দেখিনা তোমায়।
আমার দেশের এই অপরাজনীতির কারনে আজ আমি আমার মায়ের আদর-ন্সেহ থেকে বন্চিত। মা আমাকে বার বার ফোন করে বাডী যেতে বারন করে কারন যদি বাডী গেলে আমি যদি এই অপরাজনীতির দু:শাসন থেকে রেহাই না পাই। রাজনীতির কোন কিছুতে না থেকে ও আমাকে যদি হয়রানির শিকার হতে হয়। তখন হয়ত: মায়ের ফোনালাপ থেকে ও বন্চিত হবে। ৫২,৬৯,৭১ সালের যে রাজনিতীর কথা আমরা শুনেছি ২০১৩ সালের রাজনিতীর সাথে কি কোন মিল খোজে পাই আমরা?
যে রাজনিতী আমাকে আমার মা'র কাছ থেকে দূরে সরিয়ে দেয় সেই রাজনিতীকে আমি ধিক্কার জানাই। যে মা' এক সপ্তাহ না দেখলে ফোনের উপর ফোন করে বাডী যেতে বিরক্ত করত আর সেই মা আজ কাছে আসতে বারন করে। ফোনে বলে, তুমি দূরে আছ তাই আমি ভাল আছি। কিন্তু আমি তো ভাল নেই মা। খুব মন কাদে তোমার জন্য। নিজ দেশে থেকে ও আজ আমি পরবাসি।
মা তোমার কাছে আমার প্রশ্ন ,স্বাধীনতা কাকে বলে? আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি? তাহলে কেন আজ আমি এত দূরে? যে স্বাধীনতা তোমাকে আমার কাছ থেকে দূরে রাখে সে স্বাধীনতা দিয়ে কি হবে? নামেই শুধু স্বাধীনতা বাস্তবে আজ আমি পরাধীন।আমি চাই সে স্বাধীনতা যে স্বাধীনতা আমাকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিবা।
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন