গাজায় ইসরাইল যুদ্ধাপরাধ করেছে- হিউম্যান রাইটস ওয়াচ
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫৪:৪৮ রাত
গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে হামলা করে যুদ্ধাপরাধ সংগঠিত করেছে ইসরাইল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেছে।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলছে, তারাই প্রথম ইসরাইলি হামলার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্র্রকাশ করল।
বিবৃতিতে বলা হয়, ৫০ দিনের যুদ্ধে গাজার ৩টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। স্কুলগুলোতে আশ্রয় গ্রহণ করেছিল বাস্তুচ্যুত জনগণ। স্কুলে হামলার ফলে অনেক বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়েছে। তাই ইসরাইলের হামলাগুলো যুদ্ধ আইনের লঙ্ঘন।
হিউম্যান রাইটস ওয়াচ আরো বলেছে, ২৪ জুলাই বাইত হানুন শহরের স্কুলে, ৩০ জুলাই জাবালইয়া শহরের স্কুলে এবং ৩ আগস্ট রাফা শহরের স্কুলে ইসরাইলি হামলায় ৪৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। স্কুলগুলো জাতিসংঘ কর্তৃক পরিচালিত- এমন সুস্পষ্ট চিহ্ন স্কুলগুলোতে ছিল।
গাজায় হামলার অনেকগুলো ঘটনার মধ্যে ৫টি ঘটনার তদন্ত করার বিষয়ে বুধবার ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইসরাইলি তদন্তের বিষয়ে তারা সন্দিহান।
উল্লেখ্য, ৫১ দিনের ইসরাইলি হামলায় অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় মারা গেছেন মোট ২,১৩৮ জন। এর মধ্যে ৪৯০ জনেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০,৯১৫ জন।
ইসরাইলি হামলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। পেলেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন জানিয়েছে, হামলার কারণে ৫৪০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, যুদ্ধের সময় হামাসের প্রতিরোধে ৬৮ ইসরাইলি সেনা ও নাগরিক নিহত হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
http://www.timenewsbd.com/news/detail/25299
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতদিন কোথায় ছিলো.....
মন্তব্য করতে লগইন করুন