ইসরাইলি হামলায় গাজার ২,০০০ শিশু ইয়াতিম
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৮:৪৬ সকাল
৮ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৭ সপ্তাহে ইসরাইলি হামলায় গাজা উপত্যকার ২,০০০ ফিলিলিস্তিনি শিশু ইয়াতিম হয়েছে। ফিলিস্তিনের সমাজ কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা ইতিমাদ আল-তারসাওয়ি বলেছেন, ইসরাইলি হামলায় গাজার প্রায় ২,০০০ শিশু-কিশোর তাদের বাবা-মায়ের একজন অথবা দু'জনকে হারিয়েছে। এই শিশুদের খাদ্য সরবরাহ করতে গিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংকটে পরতে পারে।
৫১ দিনের ইসরাইলি হামলায় অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় মারা গেছেন মোট ২,১৩৮ জন। এর মধ্যে ৪৯০ জনেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০,৯১৫ জন।
ইসরাইলি হামলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। পেলেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন জানিয়েছে, হামলার কারণে ৫৪০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, হামাসের প্রতিরোধে ৬৮ ইসরাইলি সেনা ও নাগরিক নিহত হয়েছে।
হামাসের সহায়ত
-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদেরকে প্রায় ৩২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় যাদের বাড়ি আংশিক অথবা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদেরকে জরুরি ত্রাণ দেওয়া হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির মালিকদের মাঝে ১৯.৬ মিলিয়ন মার্কিন ডলার এবং আংশিক ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদের মাঝে ১১.৪ মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করা হয়েছে।
হামাস আরো জানায়, ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ জনগণের মাঝে হামাস প্রায় ৮০০,০০ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। ইসরাইলি আগ্রাসনে ক্ষতিগ্রস্থ অন্য পরিবারগুলোকে সহায়তা করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। নিউজটি শেয়ার করতে পারেন নিচের লিংক থেকে
- See more at: http://www.timenewsbd.com/news/detail/25044#sthash.T22K5vQI.dpuf
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন