অবশেষে গাজাবাসীর বিজয়

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৬ আগস্ট, ২০১৪, ০৮:৩২:৫৪ রাত



ফিলিস্তিন ও ইসরাইল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতিকে একেবারে স্থায়ী করার প্রচেষ্টা চলছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ইসরাইল হামাসের দাবি অর্থ্যাৎ গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যাপারে রাজি হয়েছে। শুধু তাই নয়, হামাস তথা গাজাবাসীর অন্যান্য দাবিও মেনে নিতে সম্মত হয়েছে ইসরাইল।

তবে, এখনও স্থায়ী চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণাটি আসেনি। ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। চুক্তির বিস্তারিত খুব শীঘ্রই জানা যাবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন,গত ৮ জুলাই থেকে গাজায় যে হামলা শুরু হয়েছে, তাতে এ পর্যন্ত অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় মারা গেছেন মোট ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে ৫৭০টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ হাজার ৯১৫ জন।

অন্যদিকে, হামাসের প্রতিরোধে ৬৮ ইসরাইলি সেনা ও নাগরিক নিহত হয়েছে। সূত্র: এনডিটিভি

- See more at: http://www.timenewsbd.com/news/detail/22947#sthash.6hXwFWHe.dpuf

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258539
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
সুশীল লিখেছেন : আজাইরা কথা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File