হামাসের প্রতিরোধে ১,৬২০ ইসরাইলি সৈন্য আহত

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৭ আগস্ট, ২০১৪, ০১:৪২:০১ রাত



গত ৪ সপ্তাহে ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর সময় কমপক্ষে ১,৬২০ ইসরাইলি সেনা আহত এবং ৬৪ জন নিহত হয়েছে। ইসরাইলের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি হামলার জবাবে হামাস যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেটগুলোর আঘাতে ৬৮০ বেশি বেসামরিক ইসরাইলি নাগরিক আহত হয়েছে।

সামরিক বাহিনী বলছে, যুদ্ধে ৬৪ ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে। তবে হামাস যোদ্ধারা বলছে তাদের প্রতিরোধে প্রায় ১৫০ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে, যা দেশটির সামরিক বাহিনীর জন্য গত কয়েক বছরের মধ্যে বড় ধরণের ক্ষতি হিসেবে চিহ্ণিত হচ্ছে।

হামাসের সাথে যুদ্ধে জড়িয়ে আসলে কী পরিমাণ হতাহত হয়েছে, সে বিষয়ে নিজ দেশের জনগণকে এখনো অন্ধকারে রেখেছে ইসরাইল।

নিহত ইসরাইলি সৈন্যদের তালিকা দীর্ঘ হতে থাকায় দেশটির জনগণ যুদ্ধের বিরোধীতা করতে শুরু করে। গত কয়েকদিনে হাজার হাজার ইসরাইলি নাগরিক গাজায় হামলার প্রতিবাদে কয়েকটি র‌্যালি করেছে। সেনাদেরকে বারবার যুদ্ধের মাঠে নিয়ে আসায় বামপন্থী এবং যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা সরকারের সমালোচনা করেছে।

ইসরাইলি ইনস্টিটিউট 'প্যানেলস পলিটিক্স' সম্প্রতি একটি জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা যায়, ৬৬% ইসরাইলি নাগরিকের মতে গাজায় ইসরাইলি সৈন্যরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। জরিপটি এমন সময় প্রকাশ করা হলো, যখন ইসরাইলি সৈন্যরা গাজায় তাদের মূল লক্ষ্য অর্জনের দাবি করছে।

৮ জুলাই শুরু হওয়া ইসরাইলি হামলায় ১,৮৭৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া, আহত হয়েছেন ৯,৬০০ জনের বেশি নাগরিক।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বলেছে, গাজায় ইসরাইলের সাম্প্রতি হামলায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা তদন্ত করবে। সূত্র: প্রেসটিভি।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/20484#sthash.gtdYetxv.dpuf

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File