প্রায় ৪৩০ ফিলিস্তিনি শিশু নিহত
লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৫ আগস্ট, ২০১৪, ০৩:২৮:৫৪ দুপুর
অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ জুলাই ইসরাইলি সেনাদের হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪৩০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২,৮০০'র বেশি শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হামলায় ১,৮০০'র বেশি নারী এবং ৩৭৪ জন বয়স্ক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।
জাতিসংঘের শিশু বিষয়ক জরুরি তহবিলের (ইউনিসেফ) মতে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি আক্রমণের ধ্বংসাত্মক প্রভাব "প্রায় অবর্ণনীয়"।
গাজায় ইউনিসেফে'র ফিল্ড অফিসের প্রধান হিসেবে দায়িত্বপালনকারী পারনিলি আয়রনসাইড বলেছেন, "আমরা দেখছি শিশুরা নিহত, আহত, বিকলাঙ্গ এবং পুড়ে গেছে। এছাড়া তাদের মন আতঙ্কিত হয়েছে। পূর্বের দাঙ্গা-হাঙ্গামার চেয়ে(এবারের আক্রমণের) ফলাফল বেশি গভীরে যাচ্ছে।"
উল্লেখ্য, প্রায় এক মাসের ইসরাইলি হামলায় ১,৮৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া, ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে ৩,০০০ বেশি বাড়ি। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। সূত্র: প্রেসটিভি।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/20329#sthash.JfwODo8h.dpufঅবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ জুলাই ইসরাইলি সেনাদের হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪৩০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২,৮০০'র বেশি শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হামলায় ১,৮০০'র বেশি নারী এবং ৩৭৪ জন বয়স্ক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।
জাতিসংঘের শিশু বিষয়ক জরুরি তহবিলের (ইউনিসেফ) মতে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি আক্রমণের ধ্বংসাত্মক প্রভাব "প্রায় অবর্ণনীয়"।
গাজায় ইউনিসেফে'র ফিল্ড অফিসের প্রধান হিসেবে দায়িত্বপালনকারী পারনিলি আয়রনসাইড বলেছেন, "আমরা দেখছি শিশুরা নিহত, আহত, বিকলাঙ্গ এবং পুড়ে গেছে। এছাড়া তাদের মন আতঙ্কিত হয়েছে। পূর্বের দাঙ্গা-হাঙ্গামার চেয়ে(এবারের আক্রমণের) ফলাফল বেশি গভীরে যাচ্ছে।"
উল্লেখ্য, প্রায় এক মাসের ইসরাইলি হামলায় ১,৮৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া, ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে ৩,০০০ বেশি বাড়ি। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। সূত্র: প্রেসটিভি।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/20329#sthash.JfwODo8h.dpuf
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন