ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের টিভি চ্যানেলগুলোর ব্যতিক্রমধর্মী প্রতিবাদ
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২২ জুলাই, ২০১৪, ০৭:৫৩:০৩ সন্ধ্যা
ইতিহাস স্থাপন করলেন লেবাননের টিভি চ্যানেলের সাংবাদিকরা। ব্যতিক্রম পন্থায় তারা ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ করেছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ৮টি টিভি চ্যানেল একযোগে একই রিপোর্ট পরিবেশন করেছে ৮টি ভিন্ন স্টুডিও থেকে। ৮ টা ১০ মিনিটে “ফিলিস্তিন, তুমি একা নও” শিরোনামে রিপোর্টটি প্রচারিত হয়।
যে টিভিগুলো এই রিপোর্ট প্রকাশ করেছে সেগুলো হলো- টেলি লেবান, এলবিসি, এমটিভি, আল-মানার, আল-জাদেদ, এনবিএন, ফিউচার টিভি এবং ওটিভি। প্রায় আধা ঘন্টা ধরে প্রচারিত রিপোর্টটির্তে ইসরাইলী আগ্রাসনের সমালোচনা করা হয়। পাশাপাশি গাজার মানুষের প্রতিরোধ সংগ্রাম ও দৃঢ়তার প্রশংসা করা হয়।
এছাড়া আল মানার ও ফিউচার চ্যানেলে একটি যৌথ সম্পাদকীয় পাঠ করেন সংবাদ উপস্থাপকরা। সম্পাদকীয়টি লিখেছেন দৈনিক আস-সাফির’র এর এডিটর ইন চিফ তালাল সালমান।
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে অনুযায়ী ১৬ দিন ধরে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সূূত্র: আল-জাজিরা, আলমানার।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/19210#sthash.QvvPkOef.dpuf
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন