'ইসরাইলের বিমান হামলা ব্যর্থ হওয়ায় স্থল হামলা'
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৯ জুলাই, ২০১৪, ১০:০৫:১১ রাত
বিমান হামলা ব্যর্থ হওয়ার কারণে স্থল হামলা চালিয়েছে ইসরাইল-এমন মন্তব্য করেছেন মিশরের সামরিক বিশেষজ্ঞ জেনারেল সাফওয়াত আল-জায়াত।
আল-জাজিরা'র সাথে আলাপকালে তিনি বলেন, গাজার বাইরে যে সব স্থানে ইসরাইলের সেনাবাহিনী অবস্থান নিয়েছে, সে সব স্থান তারা নিরাপদ রাখার চেষ্টা করছে। কারণ, তারা ফিলিস্তিনিদের পক্ষ থেকে ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতের আশংকা করছে।
জেনারেল সাফওয়াত আল-জায়াত আরো বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু যদি তার সেনাবাহিনীর সক্ষমতার উপর আত্মবিশ্বাসী থাকতেন, তবে একদিনের জন্য স্থল হামলার নির্দেশ দিতেন।
তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের নেতাদের আত্মবিশ্বাসী মনে হয়েছে। অন্যদিকে ইসরাইলের নেতাদের মনে হয়েছে কিংকর্তব্যবিমূঢ়।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/18740#sthash.PRYFZgID.dpuf
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন